মিষ্টতার সংযোজন

মিষ্টতার সংযোজন

মিষ্টতার সংযোজন


টাইমস অফ ইন্ডিয়া-র সহপ্রকাশ - "দ্য নেইবারহুড স্টার" (১৮-২২ মার্চ ১৯৮৯, পৃ. ৬)- এ একটি শিক্ষণীয় ঘটনা ছাপা হয়েছিল। ইরানের পারসিরা যখন প্রথম ভারত আসে, তারা পশ্চিম উপকূলে অবতরণ করে। তখন জাদি রানা গুজরাটের রাজা ছিলেন। পারসি দলের নেতা রাজার সঙ্গে দেখা করে বসবাসের অনুমতি চান।

রাজা এক গ্লাস দুধ নেতার হাতে দিয়ে ইশারা করলেন যে, "আমার রাজ্য ইতিমধ্যেই পূর্ণ; নতুন কাউকে জায়গা দিতে পারব না।"

পাlরসি নেতা কোনো কথা না বলে এক চামচ চিনি দুধে মিশিয়ে গ্লাস ফেরত দিলেন। এটি বোঝালো: "আমরা দুধ নেব না, এটিকে মিষ্টি করব। আমরা আপনার রাজ্যে মধুর সংযোজন করব।"

রাজা খুশি হয়ে তাদের গুজরাটে থাকার অনুমতি দিলেন। আজ এই ঘটনার ১,০০০ বছর পেরিয়েছে। ইতিহাস বলে, পারসি নেতার কথা তারা রেখেছে। পারসিরা দাবি-আন্দোলন না করে নীরব পরিশ্রম দ্বারা দেশের উন্নতি করেছে। তারা শিক্ষা, বাণিজ্য, ও শিল্পে এগিয়েছে, অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করে দেশের সম্পদ বাড়িয়েছে।

অনেকে শুধু নেওয়ার মানসিকতা (Taker group) নিয়ে থাকে, কিন্তু পারসিরা দাতা (Giver group) হয়েছে। জীবনের রহস্য এটাই— যে দেয়, সে পায়। যে অন্যদের দুধে মিষ্টতা যোগ করে, সে সম্মান পায়। আর যাদের শুধু অভিযোগ থাকে, তারা জীবনে সেই পায় যা দেয়।


— আল-রিসালা, জুলাই ১৯৮৯

মওলানা ওয়াহিদুদ্দিন খান এর মাসিক পত্রিকার এক আর্টিকেলের অনুবাদ

2 comments

Good

Masud Piyada

খুব সুন্দর লিখেছেন, এই দৃষ্টিভঙ্গি জীবনে আমাকে আনতে হবে …

Md Belal Shafi

Leave a comment